রেড জোনে ২১ দিনের লকডাউন
কোভিড-১৯ এর চলমান ঝুঁকি বিবেচনায় দেশে যে কোনো ছোট বা বড় এলাকাকে লাল, হলুদ বা সবুজ জোন হিসেবে চিহ্নিত এবং বাস্তবায়ন করা হবে। সাধারণভাবে রেড জোন ২১ দিনের জন্য লকডাউন থাকবে। পরিস্থিতির উন্নতি হলে রেড জোন পরিবর্তন করা হবে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোভিড-১৯ নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বিষয়ক কেন্দ্রীয় কারিগরি গ্রুপের সদস্য সচিব ডা. জহরিুল করিম স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিকভাবে রেড জোনে বাসা থেকেই অফিসের কাজ করতে হবে।
কোন ধরনের সমাবেশ করা যাবে না। শুধু অসুস্থ ব্যক্তিতে হাসপাতালে নেওয়া যাবে। করোনা রোগ/ সংক্রমণ সনাক্তকরণ, তাদের আইসোলশেন ও চিকিৎসা প্রদানের ব্যবস্থা করতে হবে। সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের কন্ট্যাক্ট ট্রেসিং ও কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য সেবা কেন্দ্র হাসপাতাল ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠান খোলা থাকবে।