লাউয়াছড়ায় গাড়ি কেড়ে নিল চিতা বিড়ালের প্রাণ
শুক্রবার সকালে জানকিছড়া এলাকায় এই ঘটনা ঘটে ।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সড়কে গাড়ি চাপায় একটি চিতা বিড়াল মারা গেছে।
শুক্রবার সকালে লাউয়াছড়ার জানকিছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে ।
এ তথ্য নিশ্চিত করে শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, 'সকালে রাস্তা পারাপারের সময় চিতা বিড়ালটি কোনো একটি গাড়ির সঙ্গে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। আমরা মৃতদেহ উদ্ধার করেছি। চামড়া সংরক্ষণ করে বিড়ালটিকে মাটি চাপা দেওয়া হবে।'