শপথ নিলেন সুপ্রিম কোর্টের ৯ অতিরিক্ত বিচারপতি
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2019/08/18/court-unb.jpeg)
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ৯ অতিরিক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন।
সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ বাক্য পাঠ করন।
শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে এই অতিরিক্ত ৯ বিচারপতিকে ইতোমধ্যে বিচারিক কাজের দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি।
শনিবার (২০ অক্টোবর) নয়জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।