শরীয়তপুর থেকে পালিয়ে সাতক্ষীরায় এলো করোনাক্রান্ত তরুণ
শরীয়তপুর থেকে সাতক্ষীরায় পালিয়ে আসা করোনাভাইরাসে আক্রান্ত এক তরুণকে চিহ্নিত করে তাকে হোম কোয়ারেন্টিনে রেখেছে পুলিশ। এ ছাড়া লকডাউন করা হয়েছে তার ঘরসহ আশপাশের কয়েকটি বাড়ি।
আক্রান্ত ওই তরুণ (২৪) জেলার আশাশুনি উপজেলার কোদাণ্ডা গ্রামের বাসিন্দা।
আশাশুনি থানার ওসি মাহফুজুর রহমান জানান, শরীয়তপুরে ধান কাঁটতে যায় ওই যুবক। সেখানে করা পরীক্ষায় তার শরীরে করোনা পজেটিভ আসার পর থেকে তাকে কোয়ারেন্টিনে রাখা হয়। গতকাল বৃহস্পতিবার সে কোয়ারেন্টিন থেকে পালিয়ে আসে। ঘটনাটি সেখানকার থানা পুলিশ আমাদের অবহিত করার পর থেকেই আমরা সতর্ক ছিলাম।
তিনি বলেন, শুক্রবার সকালে বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে নিজ বাড়িতে কোয়ারেন্টিন করা হয়।
সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ওই তরুণের বাড়ি ও আশপাশের ঘরবাড়ি লকডাউন করা হয়েছে। পালিয়ে আসার ঘটনাটি খুবই দুঃখজনক।