শহরে গণপরিবহন চালু করতে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ
শুধুমাত্র মহানগরগুলোতে গণপরিবহন চলাচল পুনরায় চালু করার ব্যাপারে সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. এবিএম খুরশীদ অবশ্য আন্তঃজেলা বাস চলাচল এখনই চালু না করার পরামর্শ দিয়েছেন।
এর আগে, গতকাল রোববার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের এক ভার্চুয়াল সভায় এ ব্যাপারে সুপারিশ করা হয়েছিল।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলমান লকডাউনের পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
সেই সভায় মোট ১৬টি সুপারিশ উঠে আসে।
বলে রাখা ভালো, করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউনের প্রেক্ষিতে গত ৫ এপ্রিল থেকে দেশজুড়ে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।