শিক্ষার্থীদের আন্দোলনে অচল ঢাকা
রাজধানীতে গতকাল সড়ক দুর্ঘটনায় নটরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুতে আজ নিরাপদ সড়কের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী ঢাকার গুরুত্বপূর্ণ সব মোড়ে অবস্থান নিয়েছে।
শিক্ষার্থীদের সড়ক অবরোধে অচল হয়ে পড়েছে ঢাকা নগরী।
বুধবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীর গুলিস্তানে নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন।
আজ বৃহস্পতিবার সকালে নটরডেম কলেজের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে অংশ নিতে মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নেন।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে রাজধানীর শান্তিনগর মোড়ে ভিকারুননিসা নূন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
এছাড়া নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর গুলিস্তান ও ফার্মগেট মোড়ে পাঁচ হাজার শিক্ষার্থী অবস্থান নেন। শিক্ষার্থীদের অবস্থানে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
উত্তরাতেও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীতে পরিবহন চলাচল স্থবির হয়ে পড়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা 'বিচার চাই', "ডিজিটাল নয়, নিরাপদ বাংলাদেশ চাই', 'আমার ভাই মরল কেন, জবাব চাই' ইত্যাদি নানা ধরনের স্লোগান দিতে থাকে।
বুধবার দুর্ঘটনার পর পুলিশ নাঈম হাসানকে ধাক্কা দেওয়া ময়লার গাড়িটি জব্দ করে। গাড়ির চালককেও আটক করেছে পুলিশ।
ঘটনার তদন্তে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
এর আগে ২০১৮ সালের ২৯ জুলাই সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে নিরাপদ সড়ক আন্দোলনের সূত্রপাত হয়। বিভিন্ন স্কুল-কলেজের হাজার হাজার শিক্ষার্থী নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে।