শিথিল লকডাউনে দেশজুড়ে চলছে পবিত্র ঈদুল আজহা উদযাপন
করোনা বিধিনিষেধের মধ্যেই ধর্মীয় ভাব-গাম্ভীর্যে সারাদেশে পালিত হচ্ছে ঈদুল আজহা।
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবারও গতবারের মতো রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না।
বুধবার সকাল ৭টায় বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।
ইসলামিক চান্দ্র পঞ্জিকা অনুসারে, ঈদুল আজহা আরবি জ্বিলহজ্জ মাসের ১০ তারিখে অনুষ্ঠিত হয়।
আজ থেকে ৪,৫০০ বছর পূর্বে পবিত্র নগরী মক্কায় হযরত ইবরাহীম (আ) আল্লাহ তায়ালার আদেশ পালনের উদ্দেশ্যে তার প্রাণপ্রিয় জ্যেষ্ঠ পুত্র হযরত ইসমাঈল (আ) কে কোরবানি করতে উদ্যত হন। কিন্তু তার ঐকান্তিক নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে আল্লাহ হযরত ইবরাহীম (আ)-কে পুত্র ইসমাঈল (আ) এর পরিবর্তে একটি পশু কোরবানি করার আদেশ দেন।
আল্লাহর প্রতি নজিরবিহীন আনুগত্য ও নিষ্ঠার এ মহান ঘটনা অনুক্রমেই আজও মুসলিম উম্মাহর সর্বত্র আত্মত্যাগের প্রতীক হিসেবে পশু কোরবানির এ রীতি প্রচলিত রয়েছে।
অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশের মুসলিম ধর্মাবলম্বীরাও চান্দ্র পঞ্জিকা অনুসারে আজ পবিত্র ঈদুল আজহা পালন করছে।
চলমান পরিস্থিতিতে করোনা সংক্রমণ মোকাবিলায় পবিত্র ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব পালিত হচ্ছে।
এদিকে ঈদের নামাজের পরই সারা দেশে শুরু হয়েছে পশু কোরবানি।
রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে বেশিরভাগ মানুষ অলি-গলিতে অর্থাৎ নিজেদের বাসার সামনে কোরবানির পশু জবাই করছেন।