শিশুর বয়স ছয় বছর না হলে প্রথম শ্রেণিতে ভর্তি নয়
ছয় বছরের কম বয়সী শিশুরা এখন থেকে আর সরকারি স্কুলগুলোর প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে না।
২০২২ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর করা হবে এ নির্দেশ।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জাতীয় শিক্ষানীতি ২০১০-এর আলোকে এই নির্দেশনা প্রদান করেছে।
গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে মাউশি।
এদিকে অনলাইনে দেশের বিভিন্ন বিদ্যালয়ে ভর্তির আবেদন আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।
সরকারি ও বেসরকারি উভয় বিদ্যালয়ের জন্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে লটারির আয়োজন করা হবে।
রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি টেলিটকের মাধ্যমে ভর্তি ফরম বিক্রি, লটারি পরিচালনা এবং এর ফলাফল প্রকাশ করা হবে।
ভর্তি নীতিমালায় অনলাইন ভর্তি ও লটারি পদ্ধতিও অন্তর্ভুক্ত থাকবে।
কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় সব স্কুলের ভর্তি ফরম অনলাইনে বিক্রি করা হচ্ছে।
এবারই প্রথম উচ্চ মাধ্যমিক স্তরের জন্যও লটারি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আগামী ১৫ ডিসেম্বর সরকারি স্কুলগুলোতে এবং ১৯ ডিসেম্বর বেসরকারি স্কুলের জন্য লটারি অনুষ্ঠিত হবে।
সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে নির্বাচিত ছাত্রছাত্রীদের ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ভর্তি নেওয়া হবে। 'ওয়েটিং লিস্টে' থাকা শিক্ষার্থীরা ২৮ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তি হতে পারবেন।
অন্যদিকে, বেসরকারি স্কুলের লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ২১ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে ভর্তি করা হবে। 'ওয়েটিং লিস্টে' থাকা শিক্ষার্থীদের ২৬ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তির সুযোগ থাকবে।
এ বছর প্রতিটি বেসরকারি স্কুলের জন্য ভর্তি ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। সরকারি স্কুলে ফরমের মূল্য ১৭০ টাকা।
তবে মহামারির জন্য আগামী বছরের ভর্তি ফরমের দাম কমানো হয়েছে।
১১০ টাকায় একসঙ্গে পাঁচটি স্কুলের জন্য আবেদন করা যাবে। প্রতিটি স্কুলের জন্য আবেদন ফি কমিয়ে ২২ টাকা করা হয়েছে।