শ্রীমঙ্গলে মৌসুমের প্রথম নিলামে প্রায় কোটি টাকার চা বিক্রি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি মৌসুমের প্রথম নিলাম সম্পন্ন হয়েছে। নিলামে বিক্রির জন্য তোলা ৬৭ লাখ কেজি চায়ের মধ্যে বিক্রি হয়েছে ৫০ লাখ কেজি।
কোভিড পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও প্রায় দু'মাস দেরিতে শুরু হলো চা নিলাম কার্যক্রম।
শ্রীমঙ্গল চা নিলাম ব্যবস্থাপনাকারী সংগঠন টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিপিটিএবি) সূত্রে জানা গেছে, বুধবার অনুষ্ঠিত মৌসুমের প্রথম নিলামে দেশের বিভিন্ন স্থানের অর্ধশতাধিক বায়ার ও ব্রোকার হাউস অংশ নেয়। নিলামে হবিগঞ্জের বৃন্দাবনপুর চা বাগান প্রথমবারের মতো ১০ কেজি রোজ টি (গোলাপি চা) বিক্রির প্রস্তাব করে। গোলাপের ফ্লেভারযুক্ত এই চা প্রতি কেজি তিন হাজার টাকা দামে বিক্রি হয়।
নিলামে প্রতি কেজি চায়ের সর্বোচ্চ দাম ৩ হাজার টাকা ও সর্বনিম্ন ১৬২ টাকা এবং এবং গড় দাম ছিল ১৮০ টাকা। বিক্রি হওয়া ৫০ লাখ কেজি চায়ের দাম ৯০ লক্ষ টাকা।
টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবির) সদস্য সচিব জহর তরফদার বলেন, 'করোনার কারণে নিলাম কার্যক্রম শুরু করতে এবার কিছুটা দেরি হলেও গত মৌসুমের চেয়ে এবার দুটো নিলাম বেশি অনুষ্ঠিত হবে। এবার মোট ২২টি নিলাম অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার চা উৎপাদন ভালো হবে। শ্রীমঙ্গলে প্রতিটি নিলামেই বিপুল পরিমাণ চা বিক্রি হচ্ছে। এখানে উন্নত মানের অনেক ওয়্যারহাউস তৈরি হয়েছে। মৌলভীবাজার ও সিলেটের চা স্থানীয়ভাবে সংরক্ষণের ফলে চায়ের গুণগত মান বৃদ্ধি পেয়েছে। এতে মানুষ ভালো চা পাচ্ছে। দেশের সেরা ব্যবসায়ীরাও এখান থেকে চা কিনতে ছুটে আসছেন।'