সংসদীয় কমিটির সুপারিশ নারীর প্রতি বৈষম্যমূলক: আইন ও সালিশ কেন্দ্র
বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প চেয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি বিকল্প ব্যক্তি নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশও করেছে।
এমন সুপারিশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
দেশের বিভিন্ন গণমাধ্যমের বার্তা সংবাদকদের প্রতি আসকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জুন ২০২১ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে যে সুপারিশ করা হয়েছে তা ছিল বৈষম্যমূলক। সংসদ সচিবালয়ে সূত্রে জানা যায়, বৈঠকে একজন সদস্য বলেছেন সাধারণত নারীরা জানাজায় অংশ নেন না। এনিয়ে সমাজে অনেকে প্রশ্ন তোলেন। তাই বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে যেখানে নারী ইউএনও আছেন, সেখানে বিকল্প একজন পুরুষ কর্মকর্তা নির্ধারণ করা প্রয়োজন। তার এ বক্তব্যের প্রেক্ষিতেই সংসদীয় কমিটির পক্ষ থেকে এ সুপারিশ করা হয়।
এব্যাপারে রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত নারীদের কাজের ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করার বিষয়ে কমিটির সুপারিশকে অযাচিত ও অবিবেচনাপ্রসূত বলে উল্লেখ করে চরম বিস্ময় প্রকাশ করা হয় আইন ও সালিশ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে।
সেখানে যুক্ত বিবৃতিতে আসক বলেছে, "সংসদীয় কমিটির এমন সুপারিশ বৈষম্যমূলক, সমতা ও ন্যায্যতার মূলনীতি, সর্বোপরি নারীর মানবাধিকার বিরোধী।"
সংস্থাটি আরও জানায়, এ সুপারিশ সংবিধানের ১৯ (৩), ২৭ এবং ২৮ অনুচ্ছেদ এবং সরকারের নারীর ক্ষমতায়ন সংক্রান্ত অবস্থানের সাথে সাংঘর্ষিক। এছাড়া, সরকারের নারী উন্নয়ন নীতি ও টেকসই উন্নয়ন অভীষ্ট-৫ (জেন্ডার সমতা) এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আসক এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী ব্যক্তিদের যেকোন পরামর্শ প্রদান বা পদক্ষেপ গ্রহণের আরো বেশি সংবেদনশীল ও সচেতন হওয়ার আহবান জানাচ্ছে।