সন্তানদের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে বাবা নিহত
সাতক্ষীরার কালিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে শামসুর রহমান ঢালী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে নিজেদের জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে শামসুর রহমান ঢালীর ছেলে-মেয়েরা কথাকাটাকাটি করে। একপর্যায়ে তারা সংঘাতে লিপ্ত হয়।
ওই সময় ঠেকাতে গেলে ছেলে মিয়ারাজ ঢালীর লাঠির আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় শামসুর রহমান ঢালীর।
কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।