সব মসজিদ খুলে দেওয়া হচ্ছে
আগামীকাল বৃহস্পতিবার থেকে শর্তসাপেক্ষে দেশের সব মসজিদ খুলে দেওয়া হচ্ছে। আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার জোহর থেকেই খুলে দেওয়া হবে মসজিদগুলো তবে জামায়াতের ক্ষেত্রে মানতে হবে ১২টি শর্ত। এর মধ্যে রয়েছে, নামাজের সময় দুজন মুসল্লির মধ্যে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখতে হবে। তাছাড়া দুই কাতার পর এক কাতারের জায়গা ফাঁকা রাখতে হবে।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, শর্ত না মানা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, করোনাভাইরাস পরিস্থিতিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ৬ এপ্রিল ও ২৩ এপ্রিল জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজ, জুম'আ এবং রমজান মাসে তারাবীহ'র জামায়াত সীমিত আকারে পালন করার নির্দেশনা দেওয়া হয়েছিল।