সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়
সমন্বিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বুয়েট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ না করার সিদ্ধান্তের পর এবার একই সিদ্ধান্ত গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তার চলমান নিজস্ব নিয়ম অনুযায়ীই শিক্ষার্থী ভর্তি করাবে।
বৈঠকের বিষয়ে তিনি বলেন, "ইউজিসি কর্তৃক গৃহীত সমন্বিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে আমাদের একাডেমিক কাউন্সিলের সদস্যরা রাজি হননি।"
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হয়। ওই অধ্যাদেশ অনুযায়ী নতুন শিক্ষার্থী ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে।"
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি এক বৈঠকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। দেশের অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্তে রাজি হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অংশগ্রহণের বিষয়টি বৈঠকে নিশ্চিত করেনি।
এরপর গত ২০ ফেব্রুয়ারি এই প্রক্রিয়ায় অংশগ্রহণ না করার বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানায় বুয়েট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখনও তাদের সিদ্ধান্ত জানায়নি।
ইউজিসির চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ এর আগে জানিয়েছেন, কোনো বিশ্ববিদ্যালয় যদি সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না চায়, তবে তাদের বাদ দিয়েই অন্যসব বিশ্ববিদ্যালয় নিয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করবেন তারা।