সাংবাদিক তানুর রিমান্ড আবেদন নামঞ্জুর, জামিন আবেদন মঞ্জুর
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রোগীদের খাদ্য সরবরাহের দুর্নীতির প্রতিবেদন করায় ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় গ্রেপ্তার সাংবাদিক তানুর রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সেইসঙ্গে তার জামিন আবেদনও মঞ্জুর করা হয়।
বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইমরান বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।
এর আগে, এই মামলায় তানুকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ডালিম কুমার রায় সাংবাদিক তানভীর হাসান তানুর ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
গত ৬ ও ৭ই জুলাই জাগো নিউজ পোর্টাল, বাংলাদেশ প্রতিদিন পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় 'ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা রোগীকে ৩০০ টাকার পরিবর্তে ৭০ টাকার খাবার দেওয়া হয়' এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
এই প্রতিবেদনের জন্যই সাংবাদিক তানুর বিরুদ্ধে মামলা করেন হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. মো. নাদিরুল আজিজ।
মামলা দায়েরের পর গতকাল শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর থানা এলাকা থেকে তানুকে গ্রেপ্তার দেখানো হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, গত ৫ জুলাই প্রকাশিত ওই সংবাদটি "মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর"। তবে থানায় দাখিলকৃত এজহারের একটি অংশে হাসপাতাল কর্তৃপক্ষ উল্লেখ করেছে, গত জুন মাসে ২/১ দিন খাবার সরবরাহে সামান্য ব্যত্যয় ঘটলেও অন্যান্য সময় সরকারি বরাদ্দ মোতাবেক যথাযথভাবে রোগীদের খাবার প্রদান করা হচ্ছে।