সারাদেশে তৃতীয় দিনের মতো পরিবহন শ্রমিকদের ধর্মঘট চলছে, দুর্ভোগে যাত্রীরা
নতুন সড়ক আইন সংশোধন না করার প্রতিবাদে মঙ্গলবার (১৯ নভেম্বর) সারাদেশে তৃতীয় দিনের মতো বাস চালকরা কর্মবিরতি পালন করছে। যার কারণে এসব স্থান থেকে রাজধানী ঢাকাসহ আভ্যন্তরীণ ও দূর পাল্লার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
পরিবহন ধর্মঘটের কারণে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গাজীপুর:
এ আইন বাতিলের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা।
মঙ্গলবার সকাল ৮টা থেকে পরিবহন আইন বাতিলের দাবিতে অবরোধ শুরু করেন পরিবহন শ্রমিকরা।
খুলনা:
মঙ্গলবার সকালে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। এ সুযোগে মাহিন্দ্র, মিনি পিকআপ, মাইক্রোবাসসহ ছোট গাড়িগুলোতে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে।
খুলনা থেকে বাস চলাচল বন্ধ থাকায় খুলনা রেল স্টেশনে যাত্রীদের তীব্র চাপ বেড়েছে। অনেক যাত্রী টিকিট না পেয়েও জোর করে ট্রেনে উঠছেন।
আন্দোলনরত বাস চালকরা বলছেন, নতুন আইনে দুর্ঘটনার জন্য চালকদেরই দায় নিতে হচ্ছে। পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। চালকরা ইচ্ছা করে দুর্ঘটনা ঘটায় না। তারপরও তাদের শাস্তি হবে। এ আইন মেনে নেওয়া যায় না। যার প্রতিবাদে চালকরা কর্মবিরতি পালন করছে।
যশোর:
যশোরাঞ্চলের ১৮ রুটে আজ মঙ্গলবারও তৃতীয় দিনের মত অঘোষিত পরিবহন ধর্মঘট চলছে। নতুন সড়ক আইন সংশোধনসহ দশ দফা দাবিতে এই অঞ্চলের পরিবহন শ্রমিকরা গাড়ি নিয়ে রাজপথে না নামায় এই ধর্মঘট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার রাতে প্রশাসনের সঙ্গে বৈঠকে গাড়ি চলাচলের প্রতিশ্রুতি দিলেও কার্যত তা বাস্তবায়ন হয়নি।
রাজশাহী:
রাজশাহী থেকে সারাদেশের সঙ্গে বাস চলাচল সচল রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই ঢাকা, রংপুর, বগুড়া, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার উদ্দেশে বাস ছেড়ে গেছে। তবে অন্যান্য স্বাভাবিক দিনের চেয়ে সড়কে কম বাস চলাচল করছে।
ময়মনসিংহ:
নতুন সড়ক পরিবহন আইন সংশোধনসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহ থেকে ঢাকাসহ দুরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে চালক ও শ্রমিকরা। ফলে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। ময়মনসিংহের আন্তঃজেলা বাস টার্মিনাল মাসকান্দা থেকে সকালে ৪/৫টি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেলে গাজীপুরসহ বিভিন্ন স্থানে তারা বাধার সম্মুখীন হয়। এর পর থেকে চালক ও শ্রমিকরা দূর পাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়। তবে অভ্যন্তরীণ সড়কে বাসসহ অন্যান্য যান চলাচল স্বাভাবিক রয়েছে।
অপরদিকে গত সোমবার থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বিপাকে পড়েছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ভর্তি পরীক্ষা দিতে আসা অনেক শিক্ষার্থী ধর্মঘটের কারণে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। শিক্ষার্থীরা জানান, এখনও অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাকি রয়েছে। তাই এসময়ে পরিবহন ধর্মঘট না দেয়ার অনুরোধ জানান তারা।
চুয়াডাঙ্গা:
নতুন পরিবহন আইন কর্যকর হওয়ার পর থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক মালিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মন্ডল বলেন, গাড়ির চালকরা নিজেদের স্বার্থে সড়কে পরিবহন নিয়ে বের হচ্ছে না। যান চলাচল শুরু হলে মানুষের ভোগান্তি লাঘব হবে।
তবে মঙ্গলবার সকাল থেকে বরিশাল, সিলেট, বগুড়া ও চট্টগ্রামে যান চলাচল স্বাভাবিক থাকলেও রাস্তায় গাড়ির সংখ্যা অনেক কম।
‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ বাস্তবায়নের প্রতিবাদে এবং সংশোধনের দাবিতে বাস শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে অচল হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলা।
বহুল আলোচিত এ আইন ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। এর আগে গত ২২ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।