সাড়ে তিন হাজার লিটার হাঙরের তেলসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামে হাঙর মাছের তিন হাজার ৬০০ লিটার তেলসহ চোরাকারবারি দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার রাতে নগরীর কোতয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর এই তেলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাশেদ (৩২), কাজী সোয়েল (৩২) এবং মো. সাগর (২৭)।
র্যাব-৭-এর সহকারী পরিচালক এএসপি তারেক আজিজ রোববার জানান, একটি চক্র সমুদ্র থেকে হাঙর ধরে এনে হত্যার পর কক্সবাজারের কুতুবদিয়ায় সেগুলো প্রক্রিয়াজাত করে তেল বের করে। এসব তেল বিভিন্ন খাবারের উপাদান তৈরিতে ব্যবহার করা হয়।
তিনি বলেন, বিক্রির জন্য একটি মিনি ট্রাকে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহর হয়ে ময়মনসিংহের দিকে ওই তেল নিয়ে যাচ্ছিল চোরাকারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালায়। এ সময় ট্রাকভর্তি তিন হাজার ৬০০ লিটার হাঙর মাছের তেলসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।