স্বাস্থ্যবিধি না মানায় আড়ংকে ১ লাখ টাকা জরিমানা
রাজধানীর আসাদগেট এলাকায় আড়ংয়ের আউটলেটে স্বাস্থ্যবিধি না মানায় এবং অতিরিক্ত ক্রেতা প্রবেশ করানোর দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (৬ মে) বিকেলে শপিংমলগুলো পরিদর্শনে বের হন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এ সময় ধারণক্ষমতার অতিরিক্ত ক্রেতা থাকায় মেয়রের উপস্থিতিতে আড়ংকে ১ লাখ টাকা জরিমানা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
আড়ং কর্তৃপক্ষ জানিয়েছে, তারা স্বাস্থ্যবিধি মেনেই মার্কেট খোলা রেখেছিল তবে ক্রেতাদের মানাতে না পারায় নিষেধ করার সত্ত্বেও অনেকে চলে আসেন।
এ বিষয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে শপিং মল খোলা রাখবে। আড়ংয়ের আসাদগেট আউটলেটে ধারণক্ষমতার বেশি ক্রেতা ঢুকেছেন। অনেকে বাচ্চা নিয়ে কেনাকাটা করতে আসছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত না হওয়ায় আজ আড়ংকে ১ লাখ টাকা জরিমানা করা হলো।
এর আগে বুধবারও দোকানপাট ও শপিং মলে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ঝটিকা অভিযানে অংশ নেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
বুধবারের অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯০টি মামলায় ৯ লাখ ৭৫ হাজার ৪৬০ টাকা জরিমানাসহ ৩টি দোকান সিলগালা করা হয়।