স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে মোল্লা কাউছার বাদ
যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরীর পর এবার স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোল্লা মো. আবু কাওছারকে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশেই তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার ধানমন্ডির ২৭ নম্বরে হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় কাদের বলেন, “স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকেও তার পদ থেকে নেত্রী অব্যাহতি দিয়েছেন। আমি তার সঙ্গে কথা বলেছি, বিষয়টি তাকে জানিয়েছি।”
সম্প্রতি ঢাকার ক্যাসিনোকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে গণমাধ্যমের শিরোনাম হন ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি মোল্লা কাওছার। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল ইতোমধ্যে কাওসার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দেরও নির্দেশ দিয়েছে।