হাসপাতালের দুর্নীতি নিয়ে প্রতিবেদন, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ের সাংবাদিক
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রোগীদের খাদ্য সরবরাহের দুর্নীতির প্রতিবেদন করায় ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় জাগোনিউজ২৪.কম ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সাংবাদিক তানভির হাসান তানুকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবিসি বাংলার প্রতিবেদন থেকে জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষই মামলাটি দায়ের করে। মামলা দায়েরের পর সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর থানা এলাকা থেকে তানুকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের কয়েক ঘণ্টা না যেতেই রাত ১টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, সাংবাদিক তানু অসুস্থাবস্থায় হাতে হাতকড়া লাগানো অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে আছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, তানুর 'মিথ্যা ও ভিত্তিহীন' প্রতিবেদনের কারণে হাসপাতালের 'মানহানি' হয়েছে।
আজ রাতেই তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ৬ ও ৭ই জুলাই জাগো নিউজ পোর্টাল, বাংলাদেশ প্রতিদিন পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় 'ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা রোগীকে ৩০০ টাকার পরিবর্তে ৭০ টাকার খাবার দেওয়া হয়' এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
এই প্রতিবেদনের জন্যই সাংবাদিক তানুর বিরুদ্ধে মামলা করে হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. মো. নাদিরুল আজিজ।