হিন্দু মহাজোটের নেতা গোবিন্দকে গ্রেপ্তারের দাবি সাংসদ বাহাউদ্দিনের
গতকাল সোমবার (১৮ অক্টোবর) ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিহতের ডাক দিয়ে কুমিল্লায় গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় অনুষ্ঠিত গণজমায়েত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল ইসলাম সেলিম, আব্দুল আলিম কাঞ্চন, ডা. মো. শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, আতিক উল্লাহ খোকন, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, চিত্তরঞ্জন ভৌমিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা, মহানগর কৃষক লীগের আহ্বায়ক খোরশেদ আলম, শ্রমিক লীগের আহ্বায়ক এম এ কাইয়ুম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস প্রমুখ।
সভায় এমপি বাহার বলেন, "এর আগেও কুমিল্লায় নানাভাবে সম্প্রতি বিনষ্টের চেষ্টা চালিয়েছে ষড়যন্ত্রকারীরা। আমরা তাদের প্রতিহত করেছি। এবার আবার কুমিল্লায় ষড়যন্ত্রের বীজ বোনা হয়েছে, তবে এখানকার হিন্দু-মুসলমান ভাই ও প্রশাসনের দৃঢ়তায় কুমিল্লায় প্রাণহানির ঘটনা ঘটেনি"।
এমপি বলেন, "মুসলিম মৌলবাদীরা যেমন দেশে সংঘাত ছড়াচ্ছে, হিন্দু মৌলবাদীরাও তেমনি দেশে সংঘাত ছড়াচ্ছে। তেমনই একজন গোবিন্দ প্রামাণিক। সে বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, তাকে গ্রেপ্তার করা হোক"।
এ প্রসঙ্গে জানতে চাইলে সাংসদ আ.ক.ম বাহাউদ্দিন রাতে দৈনিক প্রথম আলোকে জানান, "গোবিন্দ প্রামাণিক পূজামণ্ডপে হামলার পর কুমিল্লায় এসেছেন। কে কে এই কাজ করেছেন, তা তিনি বিভিন্ন মন্দির ও মণ্ডপে গিয়ে বলেছেন। তিনি সারা দেশের এজেন্ট। তাকে ধরলে সব বেরিয়ে আসবে। আমি ইউটিউবে দেখেছি, গোবিন্দ প্রামাণিক কুমিল্লা নিয়ে কথা বলেছেন। তাই আমি আজকের টাউন হলের গণজমায়েত অনুষ্ঠানে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছি"।
অন্যদিকে গোবিন্দ প্রামাণিক দৈনিক প্রথম আলোকে বলেন, "উনি এলাকার সাংসদ, ওই এলাকার জনগণকে রক্ষা করার দায়িত্ব তার। এলাকার লোকজন বলেছেন, সাংসদ এতটাই প্রভাবশালী যে বিএনপি–জামায়াত মানববন্ধন করতে পারে না। এই অবস্থায় ওনার অবহেলা ছাড়া এ ঘটনা ঘটতে পারে না"।