হেফাজত নেতা মামুনুল হক গ্রেপ্তার
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে আজ (রোববার) দুপুর ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এ তথ্য নিশ্চিত করে তেজগাঁও ডিভিশনের ডেপুটি কমিশনার হারুন অর রশিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, মোহাম্মদপুর থানায় দায়েরকৃত একটি সহিংসতার মামলায় মামুনুলকে গ্রেপ্তার করা হয়েছে।
হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল মামুনুলকে গ্রেপ্তার করে। তাকে এখন তেজগাঁও ডেপুটি কমিশনারের কার্যালয়ে রাখা হয়েছে।
সোনারগাঁও রিসোর্ট ঘটনার পর থেকে মামুনুল হক এই মাদরাসাতেই থাকতেন।
এর আগে, গত ৬ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেপুটি কমিশনার সৈয়দ নুরুল ইসলাম জানিয়েছিলেন, ২৬ থেকে ২৮ মার্চ ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও দেশের অন্যান্য স্থানে চালানো তাণ্ডবে মামুনুল হকের সংশ্লিষ্টতা পাওয়া গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করবে।