১০ টাকায় ওএমএস এর চাল বিক্রি স্থগিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে চালু হওয়া ১০ টাকা কেজি দামে চাল বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রম স্থগিত করেছে সরকার।
খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম জানিয়েছেন, এই চাল কিনতে দীর্ঘ লাইন পড়ে যায় এবং এ থেকে করোনাভাইরাস সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকায় এই কার্যক্রম স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, "এই চাল কিনতে কোনো ধরনের কার্ডের বাধ্যবাধকতা না রাখায় অনেক মানুষ চাল কিনতে ভিড় জমাচ্ছিলেন। এর মাধ্যমে করোনাভাইসার ছড়িয়ে পড়তে পারে। তাই আপাতত এই কার্যক্রম স্থগিত করা হয়েছে।"
তিনি বলেন, "এটা (বিশেষ ওএমএস) মাত্রই শুরু হলো। দু'দিন মাত্র বিক্রি হয়েছে। এখানে সেভাবে অনিয়ম করতে পারেনি। ৫ তারিখে বিক্রি হয়েছে মহানগর ও জেলা শহরে, আর ৭ (এপ্রিল) তারিখে পৌর এলাকায় বিক্রি হয়েছে।"
"এই মুহূর্তে খাদ্যবান্ধব কর্মসূচি চলছে। একই সময়ে পর্যাপ্ত ত্রাণও বিতরণ করা হচ্ছে। তাই চালের অ্যাভেইলঅ্যাবেলিটি থাকার কারণে দুর্নীতির সম্ভাবনা রয়েছে। কিছু অনিয়ম ধরা পড়ছে। তাই আমরা বন্ধ রেখেছি ওটা।"
খাদ্য সচিব আরও বলেন, "একদিন বিক্রির পরই আমরা ঢাকা ও নারায়ণগঞ্জে বন্ধ রেখেছিলাম। এই কর্মসূচি স্থগিত করার আরেকটি কারণ হচ্ছে- চাল কেনার জন্য মানুষের গ্যাদারিং হয়, এতে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।"
পরবর্তী সময়ে প্রয়োজন হলে এটা 'আবার চালু করা হবে' জানিয়ে তিনি বলেন, "এখন ত্রাণের দিকেই জোরটা বেশি।"