বঙ্গোপসাগরে জাহাজডুবি: উদ্ধার হলেন ১২ জনের সবাই
বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় ডুবে যাওয়া লাইটার জাহাজের ১২ নাবিকের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ১২ সেপ্টেম্বর সকালে বৈরী আবহাওয়ার কারণে ১ হাজার ১০০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি ডুবে যায়।
‘এমভি হেরা পর্বত-৮’ নামের জাহাজটি সন্দ্বীপ চ্যানেল হয়ে ঢাকার উদ্দেশে আসার পথে ১২ জন ক্রু নিয়ে ডুবে যায়। দুর্ঘটনার পরপর্রই তিনজনকে উদ্ধার করা হয়। বাকি ৯ জনকে বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার করেন। জাহাজটি যেখানে ডুবে যায় সেখানে দু’ঘণ্টা ধরে ভাসছিলেন তারা। যৌথ অভিযান চালিয়ে ওদের খোঁজ পাওয়া যায়।
পরে একটি মাছধরার ট্রলারে উদ্ধারকৃতদের নিরাপদে পতেঙ্গা উপকূলে নিয়ে আসা হয়।
তবে, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত ডুবে যাওয়া লাইটার জাহাজটির খোঁজ মেলেনি।