২০২১ সালে নির্মাণ কাজ শুরু হবে কালুরঘাট সেতুর: রেলপথ মন্ত্রী
আগামী ২০২১ সালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু হবে। সেতু নির্মানের উচ্চতা নিয়ে নৌ পরিবহন অধিদপ্তর ও রেলওয়ের যে সংকট সেটি অচিরেই কেটে যাবে।
নির্মিতব্য নতুন কালুরঘাট সেতুর স্থান পরিদর্শনে এসে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। বুধবার (৭ অক্টোবর) সকালে পায়ে হেটে পুরোনো কালুরঘাট সেতু পরিদর্শন করেন মন্ত্রী।
রেলপথ মন্ত্রী বলেন, প্রস্তাবিত কালুরঘাট সেতুর উচ্চতা ধরা হয়েছে ৭ দশমিক ২ মিটার। এই উচ্চতা নিয়ে আপত্তি জানিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর। তৃতীয় কর্ণফুলী সেতুটির সমান ১২ দশমিক ২ মিটার উচ্চতা চায় তারা।
আগামী ১৫ দিনের মধ্যে সেতুর উচ্চতা নিয়ে সংকট কেটে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ৯ মিটার পর্যন্ত রেলওয়ে সেতুটি উচু করা হতে পারে। ৬ সদস্যের কারিগরী কমিটির রিপোর্টের ভিত্তিতে আগামী বছরের মার্চে সড়ক কাম রেল সেতুর কাজ দৃশ্যমান হবে।
নতুন কালুরঘাট সেতু প্রসঙ্গে মন্ত্রী বরেন, এটি ডাবল লাইন সড়ক ও এক লাইন রেল পথের সেতু হবে। সেতুটির মোট প্রস্থ হবে ২০ ফুট। ২০১৮ সালে এ সেতুর ব্যয় ধরা হয়েছিল ১০০ মিলিয়ন ডলার। এখন হয়তো সামান্য বাড়বে। আর এটি কোরিয়ান দাতা সংস্থা ও সরকার যৌথভাবে অর্থয়ান করবে।'
কালুরঘাট সেতু পরিদর্শনের স্থানীয় এমপি মোছলেম উদ্দিন আহমদ সহ রেলওয়ে ও প্রশাসনের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।