২২ দিন পর ঢাকার রাস্তায় চলছে বাস
দীর্ঘ ২২ দিন পর আজ বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকার রাস্তায় পুনরায় নামল গণপরিবহন।
তবে গণপরিবহনে অর্ধেক যাত্রী এবং বর্ধিত ভাড়া নেয়া অব্যাহত রয়েছে। কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায়, গণপরিবহনগুলোর ধারণ ক্ষমতার শতকরা ৫০ শতাংশ যাত্রী পরিবহন এবং ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির সরকারী নির্দেশনা রয়েছে।
তবে সকালে পাবলিক বাসগুলোতে যাত্রীদের ভিড় ছিল না। অধিকাংশ বাসই ৫-১০জন যাত্রী নিয়ে চলছিল।
উল্লেখ্য, মহামারি করোনাভাইরাস ঊর্ধ্বমুখী হওয়ায় গত ১৪ এপ্রিল থেকে সরকার ঘোষিত লকডাউন শুরু হয়। বন্ধ রাখা হয় সকল ধরনের গণপরিবহন।
অবশেষে ১৬ মে পর্যন্ত বর্ধিত লকডাউন চলাকালীন জেলা ও শহরের ভেতর গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তবে, আন্তঃজেলা বাস চলাচল আগের মতোই বন্ধ থাকবে। গতকাল বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এসব জানানো হয়।
আন্তঃজেলার পাশাপাশি যাত্রীবাহী ট্রেন ও নৌযান চলাচলও বন্ধ থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।