কোনো অনুষ্ঠানে ১০০ জনের বেশি উপস্থিতি নয়: স্বাস্থ্যমন্ত্রী
ধর্মীয় এবং সামাজিক কোনো অনুষ্ঠানে ১০০র বেশি লোক অংশ নিতে পারবে না এবং প্রত্যেকের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট থাকতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরে এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ ঘোষণা দেন।
"কোভিড -১৯ এর সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালের ৩৩ শতাংশ শয্যায় ইতোমধ্যেই ভর্তি হয়েছেন রোগীরা। সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে," মন্ত্রী বলেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
"এসব নির্দেশনা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবার, দেশ এবং নিজেদের সুরক্ষার জন্য আমাদের নিয়মগুলো মেনে চলতে হবে। সরকার বিধিনিষেধ আরোপ করে যাতে আমরা মেনে চলতে পারি," বলেন তিনি। সবাইকে ১১ দফা নিষেধাজ্ঞা মেনে চলতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, খেলাধুলার ইভেন্টে ভ্যাকসিন সার্টিফিকেটের পাশাপাশি টেস্ট সার্টিফিকেটও লাগবে।
"বইমেলায় প্রবেশেও ভ্যাকসিন সার্টিফিকেট দেখানো উচিত। সংক্রমণের ক্রমবর্ধমান মামলার কারণে বইমেলা পেছানো হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো আমরা এখনও মহামারি থেকে বেরিয়ে আসতে পারে," বলেন তিনি।
নির্দেশনা বাস্তবায়ন করা প্রশাসনের দায়িত্ব উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমরা চাই তারা তাদের সতর্কতা বাড়াক। আমাদের নিজেদের সুরক্ষার জন্য নিয়ম মেনে চলতে হবে। সরকারের একার পক্ষে তা সম্ভব নয়।"
"আমরা সাড়ে ১২ কোটি মানুষকে টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি," তিনি বলেন। টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ৭০ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
"সব মিলিয়ে আমরা ১৫ কোটি ১০ লাখ টিকা দিয়েছি। হাতে আরও ৯ কোটি টিকা আছে। আমরা জনসনের তিন লাখ ৩৭ হাজার টিকা পেয়েছি। আরও আসবে," যোগ করেন তিনি।
জাহিদ মালেক বলেন, দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ৫০ শতাংশ কর্মী দিয়ে চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শীঘ্রই প্রজ্ঞাপন আকারে এ নির্দেশ প্রকাশ করা হবে বলে মন্ত্রী জানান।
গণপরিবহনে যাতে ভোগান্তি না হয়, সে জন্য অর্ধেক লোক দিয়ে অফিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
"স্টেডিয়ামে খেলা হলে ভ্যাকসিন সার্টিফিকেট ও কোভিড টেস্টের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এটি সব ক্ষেত্রে প্রযোজ্য হবে। মেলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এখন থেকে বাণিজ্য মেলায়ও এ নির্দেশনা শুরু করা হবে। পর্যটন কেন্দ্র, রেস্টুরেন্ট সবখানে দেখাতে হবে ভ্যাকসিন সার্টিফিকেট। এটি বাস্তবায়নের দায়িত্ব প্রশাসনের," বলেন জাহিদ মালেক।