২৪ ঘণ্টা গণপরিবহন চলায় বঙ্গবন্ধু সেতুতে ২ কোটি ৭৮ লাখ টাকার টোল আদায়
রপ্তানিমুখী শিল্প-কারখানা খোলার ঘোষণায় শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে ১ আগষ্ট এক দিনের জন্য গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছিল সরকার। এই দিনে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে প্রায় ৩৮ হাজার যানবাহন পারাপার হওয়ায় ২ কোটি ৭৮ লাখ টাকার টোলও আদায় হয়েছে বলে সেতু কর্তৃপক্ষ জানিয়েছেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিমপাড় টোলপ্লাজা দিয়ে বাস, ট্রাক, লরি, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল মিলে ৩৭ হাজার ৯৪০টি যানবাহন পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩১০ টাকা। একদিনে রেকর্ড সংখ্যক পরিবহন সেতু পারাপার হওয়ায় টোল আদায়েও রেকর্ড তৈরী হয়েছে।
তিনি আরও বলেন, পারাপারের হিসাব অনুযায়ী সেতুর পূর্ব টোলপ্লাজায় ২০ হাজার ৫৯৬টি যানবাহনের বিপরীতে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৭২০ টাকা এবং সেতুর পশ্চিম টোলপ্লাজায় ১৭ হাজার ৩৪৪টি যানবাহনের বিপরীতে ১ কোটি ২৪ লাখ ৪১ হাজার ৫৯০ টাকা টোল আদায় হয়েছে।
এরআগে ঈদুল আজহার সময় ১৮ জুলাই সকাল ৬টা থেকে ১৯ জুলাই সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় সেতু দিয়ে যানবাহন পারাপার হয়েছিল ৩৯ হাজার ৪৮১টি। এতে টোল আদায় হয়েছিল ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা।