৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডাক বিভাগের ২ কর্মকর্তা আটক
চট্টগ্রামে গ্রাহকের ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে ডাক বিভাগ।
আটক দুই কর্মকর্তা হলেন ডাক বিভাগ চট্টগ্রাম প্রধান কার্যালয়ের সঞ্চয় শাখার সহকারী পোস্টমাস্টার-৬ নুর মোহাম্মদ ও একই শাখার কাউন্টার অপারেটর সারোয়ার আলম খান।
নুর মোহাম্মদের বাড়ি জেলার বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ গ্রামে এবং সারোয়ারের বাড়ি লোহাগাড়া উপজেলার বরহাতিয়া গ্রামে।
ডাক বিভাগের নিজস্ব অডিটে গ্রাহকের টাকা আত্মসাতের বিষয়টি প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার সকালে ওই দুই কর্মকর্তাকে কোতোয়ালী থানায় সোপর্দ করেছে ডাক বিভাগ কর্তৃপক্ষ।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, 'ডাক বিভাগের নিজস্ব অডিটে অর্থ আত্মসাতের বিষয়টি ধরা পড়ার পর আমাদের কাছে দুই কর্মকর্তাকে তারা সোপর্দ করেছেন। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।'
ডাক বিভাগের পরিদর্শক রাজিব পাল বলেন, 'তিন গ্রাহকের ৪৫ লাখ টাকা সংশ্লিষ্ট গ্রাহকদের নামে জমা না করে সারওয়ার আলম ও নুর মোহাম্মদ আত্মসাৎ করেছেন। আমাদের অডিটে তা ধরা পড়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আমরা তাদের পুলিশে সোপর্দ করেছি। এ বিষয়ে মামলা দায়ের করা হবে।'