৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ বন্ধ থাকবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালযয়ের এক বিজ্ঞপ্তিতে ২২ দিন ইলিশ আহরণ বন্ধ রাখার এ আদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।
ইলিশের উৎপাদন বাড়াতে ও স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতে এই ২২ দিন সারা দেশের নদ-নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
উল্লেখ্য, প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে মিলিয়ে মোট ১৫ থেকে ১৭ দিন ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতিবছরের মতো এ বছরও মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করল সরকার।