৪ ফেব্রুয়ারি ভ্যাকসিন নিবন্ধনের 'সুরক্ষা' অ্যাপ আসছে
৪ ফেব্রুয়ারি থেকে করোনার নিবন্ধনের সুরক্ষা সফটওয়্যারটি মোবাইল অ্যাপ হিসেবে পাওয়া যাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম আজ এডিস মশা জরিপ অনুষ্ঠানে এ কথা জানান।
কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের নিবন্ধনের জন্য তৈরি ওয়েবসাইট এবং অ্যাপ 'সুরক্ষা'।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লেস্টোর থেকে এবং আইফোন ব্যবহারকারীরা অ্যাপল অ্যাপ স্টোর থেকে সুরক্ষা অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।
ভ্যাকসিন গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপ ডাউনলোড করতে হবে, বা ওয়েবসাইট থেকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিবন্ধনের জন ফোন নাম্বার ও জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে।
এছাড়া নাম, জন্মতারিখ, পেশা, কোনো স্বাস্থ্যগত জটিলতা আছে কিনা এসব তথ্যও দিতে হবে।
ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধিত ব্যক্তিরা ভ্যাকসিনের দুটি ডোজ পাবেন। প্রথম ও দ্বিতীয় ডোজের যাবতীয় তথ্য অ্যাপের মাধ্যমে জানা যাবে।
অ্যাপ ছাড়াও নিবন্ধন করা যাবে এই ওয়েবসাইটে: www.surokkha.gov.bd