৫.৯৩ টাকা ভ্যাট দিয়ে ১ লাখ টাকা পুরস্কার!
রেস্টুরেন্টে নাস্তা করে বিলের বিপরীতে ৫ টাকা ৯৩ পয়সা ভ্যাট দিয়ে ১ লাখ টাকার পুরস্কার জিতেছেন এক করদাতা।
জুন মাসের ইলেকট্রিক ফিসক্যাল লটারির ড্রতে বিজয়ী রাজধানীর মিটফোর্ডের অ্যালুমিনিয়াম ব্যবসায়ী ইমাম উদ্দিনের হাতে বৃহস্পতিবার এ পুরস্কারের চেক তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
এনবিআর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার এসএম হুমায়ুন কবীরসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, 'গত পাঁচ মাস ধরে ভ্যাট প্রদানকারীদের এ পুরস্কার দেওয়া হচ্ছে। জনগণ যাতে সহজেই ভ্যাট দিতে পারেন, সেজন্য আমার ইএফডির মাধ্যমে ভ্যাট নেওয়া শুরু করেছি। ইফএফডির মাধ্যমে বিল দেওয়া ভোক্তাদের ইনভয়েস লটারি করে পুরস্কারের মাধ্যমে মানুষকে ভ্যাট প্রদানে আগ্রহী করে তুলছি।'
জানা গেছে, গত ২০ জুন রাজধানীর চকবাজার এলাকায় অবস্থিত হোটেল আমানিয়া থেকে ৭৯ টাকার নাস্তা খেয়ে ৫ টাকা ৯৩ পয়সা ভ্যাটসহ ৮৫ টাকা বিল পরিশোধ করেন ইমাম উদ্দিন। দোকানদার তাতে ইনভয়েজ বা ভ্যাট চালান সরবরাহ করেন। পরে গত ৫ জুলাই আগের এক মাসের চালানের ওপর লটারির ড্র অনুষ্ঠিত হয়। লটারিতে ইমাম উদ্দিন প্রথম পুরস্কার বিজয়ী হন।
ইমাম উদ্দিন বলেন, 'পুরস্কার দেওয়া হয় এটা জানার পর বিল দিয়ে চালানের কপি রেখে দিই। পরবর্তী সময়ে হোটেলে গিয়ে লটারির ফলাফলের তালিকায় আমার নাম দেখে আমি এনবিআরে যোগাযোগ করি।'
উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন দোকানে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভ্যাট নেওয়ার জন্য ইএফডি মেশিন বসায় এনবিআর। এই মেশিনের মাধ্যমে ভ্যাট প্রদানকারীদের ইনভয়েসের ওপর প্রতি মাসের ৫ তারিখে লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে ১০১ জনকে পুরস্কার দেওয়া হয়। ১০ হাজার টাকা থেকে শুরু করে প্রথম পুরস্কার এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত ৫ মাস ধরেই এ পুরস্কার দিয়ে আসছে এনবিআর।