৮ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান শুরু
আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সরকার দেশব্যাপী টিকাদান কর্মসূচী শুরু করতে যাচ্ছে ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার এক ব্রিফিং এর মাধ্যমে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন, "আগামী ২৭/২৮ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। টিকাপ্রাপ্ত ব্যক্তিদের এক সপ্তাহ পর্যবেক্ষণের পর আগামী ৮ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচী শুরু হতে যাচ্ছে। "
প্রাথমিকভাবে কুর্মিটোলা হাসপাতালে ২৫ জন সামনের কর্মীকে ভ্যাকসিন দেয়া হবে বলে জানান তিনি। পরবর্তীতে ৫০০-৬০০ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে।
কুর্মিটোলা, কুয়েত মৈত্রী, মুগদা এবং ঢাকা মেডিকেলের স্বাস্থ্যকর্মীদের পরীক্ষামূলক টিকা দেওয়া হবে। বেসরকারি হাসপাতালে কোনো টিকাদান কার্যক্রম চলবে না। সরকারি হাসপাতালের বাইরে থাকছে না টিকাদান কেন্দ্র।
টিকাদানের সার্বিক কার্যক্রম সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। প্রথম মাসে ৬০ লাখ ডোজ টিকা দেওয়া হবে। উপহারের ২০ লাখ ডোজ এবং প্রথম মাসে ভারত থেকে আমদানিকৃত ৫০ লাখ ডোজ টিকা থেকেই চলবে এই কার্যক্রম।
ফেব্রুয়ারিতে যারা টিকার প্রথম ডোজ পাচ্ছেন, এক মাস পর তারা দ্বিতীয় ডোজ টিকা পাবেন বলে জানা গেছে।