‘কোয়ারেন্টিন না মানলে জেল দিতেও কুণ্ঠাবোধ করবো না’
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে যেসব প্রবাসীরা বাংলাদেশে ফিরে এসেছেন তাদেরকে ১৪ দিনে কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছিল সরকার। তবে এর মধ্যেই অভিযোগ উঠেছে, কোয়ারেন্টিনের নির্দেশনা মানছেন না অনেকেই। তাদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কোয়ারেন্টিনের নির্দেশনা না মানলে জেল-জরিমানা করতে কুন্ঠাবোধ করবে না সরকার।
মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে শিশু হাসপাতালে এক অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "কেউ যদি কোয়ারেন্টাইনের নির্দেশ না মানেন তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব, যাব মধ্যে রয়েছে জরিমানা করা, কোনো কোনো ক্ষেত্রে জেলে দেওয়ার নির্দেশনাও আইনে রয়েছে। জেল দিতেও কুণ্ঠাবোধ করবো না।"
করোনা ভাইরাস পরীক্ষায় পর্যাপ্ত কিটের ঘাটতির অভিযোগ সংক্রান্ত সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমাদের কিটের কোনো সংকট নেই, আমরা প্রতিনিয়ত কিট আনছি।"