‘পথচারী বাঁচাতে ব্রেক’, যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৭
চট্টগ্রামের পটিয়ায় ‘পথচারী বাঁচাতে’ সজোরে ব্রেক কষার পর যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে পটিয়া বাইপাস সড়কের ইন্দ্রপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান এবং আহতদের পটিয়া উপজেলা হাসপাতালে পাঠান।
নিহত ব্যক্তির নাম মৌলভী মো. শামসু (৫৫)। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা মো. শামসু চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার লাকি প্লাজায় ‘মেহেদী স্টোর’ নামে একটি দোকান চালাতেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, “কক্সবাজার থেকে আসা চট্টগ্রাম শহর অভিমুখী সৌদিয়া পরিবহনের বাসটি পটিয়া বাইপাসের ইন্দ্রপোল এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। একজন পথচারী হঠাৎ রাস্তায় চলে আসার পর তাকে বাঁচাতে গিয়ে দ্রুত ব্রেক কষেন চালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের ধানক্ষেতে পড়ে যায়।”
ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশনের সিনিয়র অফিসার সৌরভ বড়ুয়া বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটি থেকে ১৮ জনকে উদ্ধার করি। এর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়। বাকিদের পটিয়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।”