কলেজ শিক্ষক হত্যায় অভিযুক্ত জিতুকে আদালতে প্রেরণ, ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ও এই মামলার তদন্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, গতকাল বুধবার (২৯ জুন) সন্ধ্যায় র্যাব সদস্যরা প্রধান অভিযুক্ত জিতুকে গ্রেফতার করেন। এর পর আজ সকালে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার হত্যা মামলায় মূল অভিযুক্ত আশরাফুল ইসলাম জিতুকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ও এই মামলার তদন্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, গতকাল বুধবার (২৯ জুন) সন্ধ্যায় র্যাব সদস্যরা প্রধান অভিযুক্ত জিতুকে গ্রেফতার করেন। এর পর আজ সকালে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।