শিক্ষক উৎপল হত্যাকাণ্ড: অভিযুক্ত জিতুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী কলেজের শিক্ষক উৎপল কুমার হত্যা মামলায় মূল অভিযুক্ত আশরাফুল ইসলাম জিতুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৩০ জুন) পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে অভিযুক্তকে সাভারের একটি আদালতে প্রেরণ করে। এসময় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান এই মামলার তদন্ত কর্মকর্তা এমদাদুল হক।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় র্যাব সদস্যরা প্রধান অভিযুক্ত জিতুকে গাজীপুরের শ্রীপুরের নগরহাওলা গ্রাম থেকে গ্রেফতারের পর আজ সকালে আশুলিয়া থানায় হস্তান্তর করে।
১০ম শ্রেণির ছাত্র জিতু ইউনুস আলী কলেজের স্কুল শাখায় পড়তো। সে মেয়েদের একটি ক্রিকেট ম্যাচ চলার সময় মাঠের একপ্রান্তে দাঁড়িয়ে থাকা শিক্ষক উৎপল কুমারের মাথায় স্ট্যাম্প দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে কলেজটির রাজনৈতিক বিজ্ঞান বিভাগের লেকচারার ও স্কুলের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান উৎপল কুমার গুরুতর আহত হন। হামলার দুই দিন পর সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরের দিকে তার মৃত্যু হয়।
এরপর নিহতের ভাই অসীম কুমার সরকার সাভারের আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।