নারায়ণগঞ্জে ফ্রেশ গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে, আহত ১
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ফ্রেশ গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (৪ জুলাই) সকাল ৭টার দিকে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে অবস্থিত তিনতলা স্টিল ফেব্রিকেটেড ভবনে আগুন লাগে।
প্রায় ৫ ঘণ্টা পর সকাল ১১ টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
সকালে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের আরো ৮টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
এখন পর্যন্ত ১ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এ মুহূর্তে দুর্ঘটনাস্থলে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে প্রেস ব্রিফ করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তিনি।
তবে, ক্ষয়ক্ষতির কারণ ও পরিমাণ এখনও জানা যায়নি বলে উল্লেখ করেন মো. মাইন উদ্দিন।