২৪ ঘণ্টা পর ঢাকা পৌঁছাল বাস, যানজটে বিপর্যস্ত সময়সূচী
জয়পুরহাটে গ্রামের বাড়ি যেতে শুক্রবার (৮ জুলাই) এসআর ট্রাভেলস পরিবহনের টিকেট কাটেন নাজমুল হাসান।
গতকাল সকাল ১০টা ৪৫ মিনিটে কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে তার গাড়ি ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু একদিন পার হয়ে গেলেও গাড়ি এখনো ঢাকা এসে পৌঁছাতে পারেনি। যানজটের কারণে ওলটপালট হয়ে গেছে গাড়ির সময়সূচী।
আজ শনিবার (জুলাই ৯) সন্ধা ৭টায় এসআর ট্রাভেলস-এর কল্যাণপুর কাউন্টারের থেকে নাজমুলকে জানানো হয়েছে গাড়ি গাবতলী পৌঁছেছে।
নাজমুল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সন্ধা সাড়ে ৭টার আগে ছাড়বেনা গাড়ি। 'জানিনা বাড়ি যেতে কতক্ষণ লাগবে। যে গাড়ি ছাড়ার কথা গতকাল সকালে সেটা পরেরদিন সন্ধায় ছেড়ে যাচ্ছে।' এ সময় আক্ষেপ করে তিনি বলেন, ঈদের দিন মনে হয় রাস্তাতেই কাটাতে হবে।
কল্যাণপুর বাসস্ট্যান্ডে নাজমুল হাসানের মতো এমন অনেক যাত্রী বাড়ি যাবার ২৪ ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করছেন।