গুলশান, উত্তরাসহ ডেসকো'র অধীন এলাকাগুলির জন্য লোডশেডিংয়ের সময়সূচি ঘোষণা
ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (ডেসকো) আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে তাদের আওতাধীন রাজধানীর যেসব এলাকায় এক ঘণ্টাব্যাপী লোডশেডিং করা হবে, সেসব এলাকার নাম ঘোষণা করেছে।
সোমবার (১৮ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এলাকা-ভিত্তিক লোডশেডিং এর সময়সূচিও প্রকাশ করেছে ডেসকো।
এর আগে জ্বালানি আমদানিতে ভর্তুকির চাপ কমাতে সরকার আগামীকাল থেকে দেশব্যাপী লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তারপরেই এ সময়সূচি জানানো হলো।
এলাকাগুলির তালিকা ও লোডশেডিংয়ের সময়সূচি নিচে দেওয়া হলো: