ঢাকা'র ৬২ দশমিক ০৭ শতাংশ শিশু মোবাইল ব্যবহারকারী
বিনোদন পার্ক ও খেলার মাঠ না থাকায় ঢাকায় বাস করা শিশুদের ৬২ দশমিক ০৭ শতাংশ মোবাইল ফোন ব্যবহার করে বলে উঠে এসেছে ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনার প্রাথমিক প্রতিবেদনে।
শিশুদের মোবাইল ফোন ব্যবহারের সবচেয়ে কম হার দেখা গিয়েছে সিলেটে। এখানে ৪৭ দশমিক ৫৫ শতাংশ শিশু ফোন ব্যবহার করে।
আজ বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথম ডিজিটাল 'জনশুমারি ও গৃহগণনা ২০২২'-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিবিএস প্রকল্প পরিচালক দিলদার হোসেন প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন।
ঢাকায় অপ্রাপ্তবয়স্ক মোবাইল ব্যবহারকারীদের মধ্যে ছেলে শিশু ৭০ দশমিক ৫৯ শতাংশ এবং মেয়ে শিশু ৫৩ দশমিক ২৬ শতাংশ।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সারাদেশে পাঁচ বছর বা তার বেশি বয়সী মোট ৫৫ দশমিক ৮৯ শতাংশ শিশু মোবাইল ব্যবহার করে। এদের মধ্যে ছেলে ও মেয়ে শিশু যথাক্রমে ৬৬ দশমিক ৫৩ শতাংশ ও ৪৫ দশমিক ৫৩ শতাংশ।
আর ১৮ বছর ও তার বেশি বয়সী জনসংখ্যার ৭২ দশমিক ৩১ শতাংশ মোবাইল ফোনের ব্যবহারকারী। এদের মধ্যে পুরুষের হার ৮৬ দশমিক ৭২ শতাংশ এবং নারীর হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
এক্ষেত্রেও এগিয়ে রয়েছে ঢাকা। অর্থাৎ ঢাকার ১৮ বছর ও তার বেশি বয়সী জনসংখ্যার ৭৮ দশমিক ৪১ শতাংশ মানুষ ফোন ব্যবহার করে। অন্যদিকে এ ক্যাটাগরিতে সবচেয়ে কম ব্যবহারকারীর সংখ্যা সিলেটে, যার হার ৬৫ দশমিক ৪৮ শতাংশ।