ডাউনলোড স্পিডে সেরা বাংলালিংক, আপলোডের ক্ষেত্রে আগের ভালো অবস্থান ধরে রেখেছে গ্রামীণফোন
সবচেয়ে বেশি ডাউনলোড স্পিড বাংলালিংকের। দ্রুত আপলোডের দ্রুতির ক্ষেত্রে আগের ভালো অবস্থান ধরে রেখেছে গ্রামীণফোন। 'ওপেনসিগনাল' নামক মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা বিশ্লেষণকারী একটি স্বাধীন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
'মোবাইল নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স' শীর্ষক ওই প্রতিবেদনটি বৃহস্পতিবার (২৮ জুলাই) প্রকাশিত হয়েছে। ২০২২ সালের ১ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত সংগ্রহ করা উপাত্তের ওপর ভিত্তি করে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
ডাউনলোড স্পিড এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে ১০ এমবিপিএস স্কোর করেছে বাংলালিংক। ১.২ এমবিপিএস কম স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে গ্রামীণফোন। ৬.৮ এমবিপিএস এবং ৪.৪ এমবিপিএস নিয়ে তৃতীয় ও চতুর্থস্থান অর্জন করেছে যথাক্রমে রবি ও টেলিটক।
আপলোড স্পিডের ক্ষেত্রে ৪.১ এমবিপিএস স্পিড স্কোর করে প্রথম স্থানে রয়েছে গ্রামীণফোন। দ্বিতীয় স্থানে থাকা বাংলালিংকের স্কোর ৩.৪ এমবিপিএস।
এ ক্যাটাগরিতে ২.৭ এমবিপিএস নিয়ে রবি তৃতীয় স্থান এবং কেবল ১.৪ এমবিপিএস নিয়ে টেলিটক চতুর্থ স্থান অর্জন করেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অনলাইনভিত্তিক মাল্টিপ্লেয়ার মোবাইল গেম খেলা ও সেলুলার কানেকশনে ওভার দ্য টপ ভয়েস অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে ভালো অভিজ্ঞতা লাভ করেছেন বাংলালিংকের সেবাগ্রহীতারা।
এর মাধ্যমে গেমস এক্সপেরিয়েন্স ও ভয়েস অ্যাপ এক্সপেরিয়েন্স দুই ক্যাটাগরিতেই পুরস্কার জিতেছে বাংলালিংক। ১০০ পয়েন্টের মধ্যে গেম ক্যাটাগরিতে ৩৭.৫ পয়েন্ট ও ভয়েস অ্যাপ ক্যাটাগরিতে ৬৬.১ পয়েন্ট পেয়েছে অপারেটরটি।
এর বাইরে ভিডিও এক্সপেরিয়েন্স ক্যাটাগরিতে একইসঙ্গে তৃতীয় স্থান লাভ করেছে বাংলালিংক ও গ্রামীণফোন।
এক্সিলেন্ট কনসিসটেন্সি কোয়ালিটি এবং কোর কনসিসটেন্সি ক্যাটাগরিতে জিতেছে গ্রামীণফোন। ১০ পয়েন্ট স্কেলের ৭.৩ পয়েন্ট পেয়ে ৪জি কাভারেজ এক্সপেরিয়েন্স পুরস্কারও জিতেছে এ অপারেটর। আর একই ক্যাটাগরিতে ৬.৭ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় হয়েছে রবি।