গ্রামীণফোনের আয় জুলাই-সেপ্টেম্বরে ৪ শতাংশ কমেছে, বেড়েছে নিট মুনাফা
দেশের বৃহত্তম মোবাইল টেলিকম অপারেটর গ্রামীণফোন জানিয়েছে, এই বছরের জুলাই-সেপ্টেম্বরে তার রাজস্ব আয় চার শতাংশ কমে ৩,৯৫৩ কোটি টাকা হয়েছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটি চলতি বছরের তৃতীয় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তবে রাজস্ব আয় কমে যাওয়া সত্ত্বেও তৃতীয় ধাপে কোম্পানিটির নিট মুনাফা ১.০৯ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৫৫ কোটি টাকা।
চলতি বছরের প্রথম নয় মাস শেষে এর আয় হয়েছে ১২ হাজার ১০৯ কোটি টাকা এবং নিট মুনাফা ২ হাজার ৯৫৪ কোটি টাকা।
এই সময়ে, এর শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ২১.৮৮ টাকা, যা এক বছর আগে একই সময়ে ছিল ২০.১৫ টাকা।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ারের দাম ১ দশমিক ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩০৮.১০ টাকায় পৌঁছেছে।