বিকেলে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত জানাবে বিআরটিএ
জ্বালানি তেলের দাম বৃদ্ধির মুখে বাস ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে আজ বিকেলে সংশ্লিষ্টদের নিয়ে বনানীতে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে বৈঠকের পর নতুন ভাড়ার সিদ্ধান্ত জানানো হবে।
গতকাল রাতে সরকারের জ্বালানি তেলের দাম বৃদ্ধির হঠাৎ ঘোষণার পর আজ সকাল থেকে দেশজুড়ে গণপরিবহনের সংকট দেখা দেয়।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিভিন্ন জেলার প্রতিনিধিরা জানিয়েছেন, অনেক জায়গায় বাস ভাড়া বেড়ে গেছে এক লাফে, কিছু রুটের মালিক-শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার এ বিষয়ে বলেন, "ক্ষতি থেকে বাঁচতে অনেকে বাস বন্ধ রেখেছে। এইজন্য শহরে বাসের সংখ্যা কম।
"পরিবহন মালিকদের একটি সভা হবে দুপুরের দিকে। এরপর আশা করি সবকিছু স্বাভাবিক হবে," বলেন তিনি।
ভাড়া সমন্বয়ে ভাড়া নির্ধারণী কমিটি বৈঠক করবে বিকেল ৫টায়।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. খন্দকার এনায়েত উল্লাহ বলেন, তারা কোন নির্দিষ্ট পরিমাণ ভাড়া বাড়ানোর জন্য দাবি করবেন না।
"ডিজেলের দাম সাড়ে ৪২ শতাংশ বেড়েছে। এবার কস্টিং কমিটি যেভাবে দাম নির্ধারণ করবে সেভাবেই বাড়বে। সেখানে আমাদের কোন আপত্তি থাকবে না।"
এদিকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে দেশের সাধারণ মানুষ যখন ইতোমধ্যে দুর্ভোগে আছে এমন এক সময়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
গতকাল রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। নতুন মূল্যে প্রতি লিটারে ডিজেল ও কেরোসিনের দাম ৩৪ টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ আগের মূল্য ৮০ টাকার বদলে এখন এ জ্বালানিগুলো কিনতে ক্রেতাকে গুণতে হবে ১১৪ টাকায়। অন্যদিকে অকটেন ও পেট্রোল লিটারপ্রতি ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।
এর আগে ২০০৮ সালের ২৭ অক্টোবর ডিজেলের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ছিল কেবল ৩৭.৫ শতাংশ। কিন্তু এবার ডিজেলের দাম বেড়েছে ৪২.৫ শতাংশ এবং অক্টেনের ৫১.৬ শতাংশ।