অক্টোবর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ: নসরুল হামিদ
রোববার (৭ আগস্ট) রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই- এর প্রতিনিধিদের সাথে বিদ্যুৎ সরবরাহ নিয়ে এক আলোচনা সভা শেষে এ কথা বলেন তিনি।
অক্টোবর থেকে দেশের গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার (৭ আগস্ট) রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই- এর প্রতিনিধিদের সাথে বিদ্যুৎ সরবরাহ নিয়ে এক আলোচনা সভা শেষে এ কথা বলেন তিনি।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে শিল্প প্রতিষ্ঠানে রেশনিং করে চালু রাখারও পরামর্শ দেন তিনি। এতে ৫০০- ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।