২০২১-২২ অর্থবছরে বিপিসির লোকসান ৫,৯১০ কোটি টাকা
২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ৫ হাজার ৯১০ দশমিক ৬৯ কোটি টাকা লোকসান দিয়েছে।
২০১৪-১৫ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত বিপিসি লাভে ছিল, কিন্তু বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে সংস্থাটি লোকসানে পড়ে।
২০১৪-১৫ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত বিপিসি মোট ৪২ হাজার ৯৯২ দশমিক ৫১ কোটি টাকা লাভ করেছে। এ সময় রাষ্ট্রায়ত্ত সংস্থাটি ব্যয় করেছে ২০ হাজার ১৮৮ দশমিক ৭১ কোটি টাকা।
ব্যয় বাদ দেয়ার পর বিপিসির কাছে ২২ হাজার ৮০৩ দশমিক ৮০ কোটি টাকার রিজার্ভ ছিল, কিন্তু বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির কারণে কোম্পানিটি আবার লোকসানে চলে যায়।
আমদানি মূল্য ও বিক্রয় মূল্যে বড় পার্থক্য থাকার কারণে পেট্রোলিয়াম কোম্পানিটি ১৯৯৯-২০০০ অর্থবছর থেকে ২০১৩-১৪ অর্থবছর পর্যন্ত ৫৩ হাজার ৫ দশমিক ১৬ কোটি টাকা লোকসান দিয়েছে।
সম্প্রতি বিশ্ববাজারে দাম কমলেও বাংলাদেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হয়, যা গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ।
দেশে জ্বালানি তেলের একক আমদানিকারক সংস্থা বিপিসি গত ছয় মাস ধরে দৈনিক ৭৭ কোটি টাকা লোকসান দিচ্ছে। এই লোকসান সমন্বয় করতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানায় জ্বালানি মন্ত্রণালয়।
বিপিসি সাধারণত দুই মাসের জ্বালানি কেনার সমপরিমাণ অর্থ রিজার্ভ হিসেবে রাখে। কিন্তু বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার জন্য সেই রিজার্ভেও হাত দিতে হয়েছে সংস্থাটিকে।