বাংলাদেশের রাশিয়ান ক্রুড আমদানির সক্ষমতা তৈরিতে আসছে বিশেষজ্ঞ দল
রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানি করতে চায় বাংলাদেশ। তবে দেশের রিফাইনারিগুলো অপেক্ষাকৃত গাঢ় রাশিয়ান ক্রুড পরিশোধনের উপযুক্ত নয়। এজন্য রুশ বিশেষজ্ঞরা শিগগিরই দেশে আসবেন। তারা স্থানীয় শোধনাগারগুলি পরিদর্শন করে এখানে রাশিয়ান তেল পরিশোধনের উপায় বের করবেন।
আজ মঙ্গলবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
রাশিয়া থেকে প্রতিবেশী ভারত জ্বালানি তেল কিনছে সেকথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের আমদানিতেও কোনো টেকনিক্যাল সমস্যা হয়তো নেই। কিন্তু, আমাদের (পরিশোধন) সক্ষমতার ঘাটতি থাকতে পারে'।
ক্রুড পরিশোধনের সামর্থ্যে ভারতের থেকে বাংলাদেশের অনেকটাই পিছিয়ে থাকার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
মাসুদ বিন মোমেন বলেন, 'আমরা যদি রাশিয়ান ক্রুড পরিশোধনের উপায় করে নিতে পারি, তাহলে সেদেশ থেকে পরে আমদানিও করতে পারব'।
তবে এই প্রক্রিয়া একটু সময়সাপেক্ষ হবে বলেই জানান তিনি।
সচিব বলেন, 'বাংলাদেশের শোধনাগারগুলি পরিদর্শনে আগামী কয়েকদিনের মধ্যেই আসছেন রুশ বিশেষজ্ঞরা। তারা কারিগরি বাধাগুলি চিহ্নিত করতে সহায়তা করবেন। এরপর আমরা সেগুলি সংস্কারের উদ্যোগ নিব'।
এ বিষয়ে আজই প্রধানমন্ত্রীর নির্দেশনা আসার বিষয়টি উল্লেখ করে বলেন, আমরা দ্রুতই অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শুরু করব। প্রয়োজনীয় সমন্বয়ের কাজ দ্রুত সম্পন্ন করা হবে'।
রাশিয়ার ব্যাংকগুলির সাথে লেনদেনে পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে। এই অবস্থায় তেল আমদানির অর্থ কোন ব্যবস্থায় পরিশোধ করা হবে এক সাংবাদিক সে প্রশ্ন করেন। জবাবে পররাষ্ট্র সচিব বলেন, 'এটি অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঠিক করবে।'