সরকারের বিদ্যুৎ-জ্বালানি আমদানির পেমেন্ট গ্যারান্টিতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন
বাংলাদেশে এখন থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের মতো জরুরি খাতে সরকারি পণ্য বা সেবা আমদানিতে ব্যাংকগুলো নিজেরাই পেমেন্ট গ্যারান্টি দিতে পারবে।
কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট বুধবার (৮ জানুয়ারি) একটি সার্কুলার জারি করে নতুন এ নির্দেশনা দিয়েছে।
এর আগে এসব গ্যারান্টি দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হতো। তবে, এখনও গ্যারান্টি দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে।
কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনেক সরকারি গ্রাহ প্রায়ই শেষ মুহূর্তে পেমেন্ট গ্যারান্টির অনুমোদন নিতে আসেন।
'এসব জাতীয় গুরুত্বপূর্ণ ও জরুরি সেবা যাতে বিঘ্নিত না হয়, তাই কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পাওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।'
সার্কুলারে বলা হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারি সক্ষম কর্তৃপক্ষ বা সত্ত্বার মাধ্যমে জরুরি পণ্য বা সেবা আমদানির সুবিধার্থে ব্যাংকগুলো বিদেশি সরবরাহকারীদের পক্ষে অর্থপ্রদানের নিরাপত্তা হিসাবে ব্যাংক গ্যারান্টি বা স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট দিতে পারবে।
তবে আমদানিকারকদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন থাকতে হবে। গ্যারান্টি বা স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট ইস্যু করার সময় ব্যাংকগুলো নিশ্চিত করবে যে, আমদানি লেনদেন বিক্রয়-ক্রয় চুক্তির অধীনে সম্পাদিত হবে।
স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট হলো একটি আইনি উপকরণ, যা কোনো ব্যাংক এর গ্রাহকের পক্ষে জারি করে, যাতে ওই গ্রাহক কোনো সমস্যা তৈরি করলে চুক্তি অনুযায়ী বিক্রেতাকে অর্থ প্রদান করার প্রতিশ্রুতি দেওয়া হয়।