আ.লীগের সিলেট মহানগর কমিটিতে এক নম্বর সদস্য পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন!
২০২১ সালের ৮ জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমতিক্রমে ৭৫ সদস্যবিশিষ্ট সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই কমিটির এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
কমিটিতে আবদুল মোমেনের নাম থাকার তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ। তিনিও জানিয়েছেন, এ কে আবদুল মোমেনের নাম কমিটির এক নম্বর সদস্য হিসেবে রয়েছে।
এর আগে 'পররাষ্ট্রমন্ত্রী মোমেন দলের কেউ না। তিনি দলের কেউ না হওয়ায় তার বক্তব্যের দায়ভার আওয়ামী লীগ নেবে না'- বলে মন্তব্য করেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।
শনিবার (২০ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির আয়োজনে ১৫ আগস্ট নিয়ে আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।
আব্দুর রহমান বলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে ভারতের সাহায্য চাওয়া নিয়ে পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা আওয়ামী লীগের দলীয় বক্তব্য নয়।
'কোনো দেশের সমর্থনে আওয়ামী লীগের ক্ষমতায় আসা নির্ভর করে না'- বলেন তিনি।
কিন্তু, তার এ দাবির বিপরীত তথ্যই মিললো দলীয় সূত্রে।