সিঙ্গাপুরে লাইফ সাপোর্টে মীরজাদী সেব্রিনা ফ্লোরা
গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন মহামারির শুরুর দিকে দৈনিক কোভিড ব্রিফিংয়ের মাধ্যমে দেশজুড়ে পরিচিত হয়ে ওঠা অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) তিনি।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ড. নাজমুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেন।
বেশ কিছুদিন ধরে পিত্তনালির সমস্যায় ভুগছিলেন তিনি। অস্ত্রোপচার সংক্রান্ত জটিলতার কারণে শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়।
অধ্যাপক ড. নাজমুল ইসলাম বলেন, গতকাল রাত থেকে প্রফেসর ফ্লোরাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এক সপ্তাহ ধরে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর আগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কিছুদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সুস্থতা কামনায় রোববার বাদ জোহর স্বাস্থ্য অধিদপ্তরে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তার সুস্থতা কামনা করে দোয়া করা হয়েছে।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা এপিডেমিওলজির অধ্যাপক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ছিলেন।
তিনি ন্যাশনাল ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট অ্যান্ড ভ্যাকসিনেশন প্ল্যান ফর কোভিড-১৯ ভ্যাকসিন কমিটির সভাপতি। করোনাভাইরাস মহামারির শুরুতে বাংলাদেশে পরিচিত মুখ হয়ে ওঠেন অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। কোভিড সংক্রান্ত আইইডিসিআরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ের কারণে প্রচার পান তিনি।