চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা করার নির্দেশ প্রধানমন্ত্রীর
চা শ্রমিকদের বর্তমান দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৭ আগস্ট) চা বাগানের মালিকদের সাথে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস দৈনিক মজুরি ৫০ টাকা বাড়ানোর নির্দেশনা সম্পর্কে জানিয়েছেন।
এর আগে নিত্যপণ্যের চড়া দামের সাথে সামঞ্জস্য রেখে দেশের ২৪১টি চা বাগানের শ্রমিকেরা দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট শুরু করেন। তারা ন্যূনতম ৩০০ টাকা মজুরির দাবি তোলেন।
প্রথমে গত ৯ থেকে ১১ আগস্ট তারা দিনে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। এরপর ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়।
গত ২১ আগস্ট প্রশাসনের সাথে আলোচনার পর এই ধর্মঘট প্রত্যাহার করে চা শ্রমিকদের কেন্দ্রীয় ইউনিয়ন। ওই সময় সরকারের পক্ষ থেকে দৈনিক মজুরি ২৫ টাকা বারিয়ে ১৪৫ টাকা করার প্রস্তাব দেয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে তখন ইউনিয়নকে জানানো হয়, আগামী মাসে ভারত সফর থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী চা শ্রমিকদের সাথে বসবেন।
কিন্তু, এই হারে মজুরি বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করে সাধারণ শ্রমিকেরা, এবং ৩০০ টাকা মজুরির দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।